কক্সবাজারের রামুতে সেন্টমার্টিন হেরিটেজ পরিবহণ নামক একটি বাসে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ বাসচালক ও হেলপারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রামু পানিরছড়া এরশাদ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— বাসের চালক নারায়ণগঞ্জের রূপগঞ্জের মো. আলীর ছেলে শুকুর আলী (৪৫) এবং তার সহযোগী টেকনাফের বরইতলীর আবুল কাশেমের ছেলে রফিক (৩০)।
ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সেন্টমার্টিন হেরিটেজ পরিবহণ নামক বাসে করে ইয়াবা পাচার হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।