Can't found in the image content. ছেলেকে নিয়ে সতর্কবার্তা দিলেন বুবলী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ছেলেকে নিয়ে সতর্কবার্তা দিলেন বুবলী

বিনোদন ডেস্ক | আপডেট: শুক্রবার, অক্টোবর ১৪, ২০২২

ছেলেকে নিয়ে সতর্কবার্তা দিলেন বুবলী
ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনাম বুবলী ও অভিনেতা শাকিব খানের পুত্র শেহজাদ খান বীর। ছেলের নতুন ছবি প্রকাশ করেছেন বুবলী। মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস, গলায় চেইন, হাতে ব্রেসলেট— সব মিলিয়ে স্টাইলিশ ছবি। 

বৃহস্পতিবার বিকালে পুত্র শেহজাদ খান বীরের এমন কয়েকটি ছবি প্রকাশ করে ক্যাপশনে বুবলী লিখেছেন— ‘সবাই সাবধান! শহরে নতুন বাপজান।’ 

কিন্তু কেন? কাকেই বা উদ্দেশ্য করে বুবলীর এ সতর্কবার্তা? খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। পুরোটাই ছেলের প্রতি মায়ের ভালোবাসা, আদরমাখা আবেগ। ছেলেকে প্রকাশ্যে আনার সঙ্গে সঙ্গেই বীরের নামে নতুন ফেসবুক পেজ খুলেছেন বুবলী। সেখানে নিয়মিত আপডেট দিয়ে ভক্ত-অনুসারীদের আকাঙ্ক্ষা মেটাচ্ছেন। পাশাপাশি বুবলী নিজের পেজ থেকেও শেয়ার দিচ্ছেন ছোট্ট বীরের ছবি।

উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর বুবলী নিজের বেবিবাম্পের ছবি প্রকাশ করেন ফেসবুকে। তার পরই শুরু হয় তুমুল আলোচনা। পরে সব রহস্য ও প্রশ্নের উত্তর দেন বুবলী। সন্তানের ছবি প্রকাশ করে তিনি জানান, বীরের বাবা শাকিব খান। বিষয়টি শাকিবও স্বীকার করেন।