ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ |

EN

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, অক্টোবর ১৪, ২০২২

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা এবং সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, "দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা"

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন এর আয়োজনে, উপজেলা পরিষদের সম্মুখে দুর্যোগের সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো: ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।

দুর্যোগের ক্ষতি কমাতে সকলকে সতর্ক থাকার কথা জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন, বাংলাদেশ দুর্যোগপ্রবণ অঞ্চলে অবস্থিত। দুর্যোগ মোকাবিলা করেই এদেশের মানুষকে বেঁচে থাকতে হবে।

দুর্যোগের আগাম প্রস্তুতি যত বেশি নেওয়া যাবে, ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব হবে। এজন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়ার বিকল্প নেই।  

এ সময় মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: ওবায়দুল হক, মাটিরাঙ্গা উপজেলা সমবায় অফিসার মো: আমান উল্লাহ খান, উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মো: হুমায়ূন কবির পাটোয়ারি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শেখ আশ্ররাফ উদ্দিন, উপজেলা সমাজ সেবা অফিসার মো: আফজাল হেসেন টিপু, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মো: রুহুল আমিন, মাটিরাঙ্গা উপজেলা সহকারি ফায়ার স্টেশন কর্মকর্তা জীবকসহ উপজেলার বিভিন্ন পদস্থ কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।