খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৯২ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এসব ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেবের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বক্তব্য দেন।
একজন বীর মুক্তিযোদ্ধা ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড পাওয়া মানে তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন। ডিজিটাল স্মার্ট আইডি কার্ড দেখালেই বীর মুক্তিযোদ্ধারা সরকারি যানবাহনে বিনা ভাড়ায় যাতায়াত করা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও পাবেন তাঁরা।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক একে এম হাসান মাহমুদুল কবির, উপজেলা সমাজ সেবা অফিসার মো: আফজাল হোসেন টিপু, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রহমত উল্লাহ, বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইলিয়াছ, সাবেক মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আবুল হাশেম সহ বীর মুক্তিযোদ্ধারা এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলার জীবিত ৮২ জন বীর মুক্তিযোদ্ধা কে স্মার্ট কার্ড এবং মৃত ১১০ জনের মাঝে ডিজিটাল সার্টিফিকেট তুলেদেন অতিথীরা।