Can't found in the image content.
বিনোদন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩০, ২০২১
এবারের
দুর্গাপূজা ঢাকায় উদযাপন করবেন অভিনেত্রী ও মডেল রাফিয়াথ
রশিদ মিথিলা। তিনি জানিয়েছেন, তার
স্বামী চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি মুম্বাইয়ে শ্যুটিংয়ে ব্যস্ত থাকবে। কলকাতায় একা একা মন
খারাপ হবে তার। তাই
বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
আনন্দবাজার
পত্রিকাকে পূজার পরিকল্পনা নিয়ে মিথিলা বলেন,
‘মা আর বোনের জন্য
কলকাতা থেকে শাড়ি কিনেছি।
আয়রার জন্য আমাকে আর
কিছুই কেনাকাটা করতে হয়নি। কত
কত উপহার পেয়েছে সে! সৃজিতের জন্য
আলাদা করে কিছু কেনা
হয়নি। নিজের জন্যও নিইনি কিছুই। মুম্বাই থেকে সৃজিত সোজা
বাংলাদেশে আসবে। আর বাংলাদেশে এসে
সৃজিত কেনাকাটা না করে থাকতেই
পারে না। তাই ওর
পূজার কেনাকাটা বাংলাদেশেই হবে বলে মনে
হচ্ছে।’
মিথিলা
আরও বলেন, ‘এ বার কলকাতার
দুর্গা পূজার জন্য মন খারাপ
হবে। মণ্ডপসজ্জা, শহরের কলতান, আড্ডা— সব মিলিয়ে জমজমাট
এই উৎসবের সঙ্গে দেখা হবে পরের
বছর।’