Can't found in the image content. অভিনেতা মাসুম আজিজ লাইফ সাপোর্টে | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

অভিনেতা মাসুম আজিজ লাইফ সাপোর্টে

বিনোদন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২

অভিনেতা মাসুম আজিজ লাইফ সাপোর্টে
মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রের গুণী অভিনেতা মাসুম আজিজ কয়েকবছর ধরে ক্যানসারে ভুগছেন। গত ২ দিন আগে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম আজ দুপুরে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'মাসুম আজিজ আমাদের সবার প্রিয় মানুষ, প্রিয় শিল্পী। তার জন্য সবার কাছে দোয়া চাই।'

'ঘানি' সিনেমায় অভিনয়ের জন্য মাসুম আজিজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এ ছাড়াও, অভিনয়কলায় অবদানের জন্য এ বছর তাকে একুশে পদক দেওয়া হয়।

মাসুম আজিজ ৪ শতাধিক নাটকে অভিনয় করেছেন।