Can't found in the image content. বাংলাদেশের শাড়িতে মুগ্ধতা ছড়ালেন স্বস্তিকা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বাংলাদেশের শাড়িতে মুগ্ধতা ছড়ালেন স্বস্তিকা

বিনোদন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২

বাংলাদেশের শাড়িতে মুগ্ধতা ছড়ালেন স্বস্তিকা
টলিউড অভিনেত্রী স্বস্তিকাকে নিয়ে আলোচনা-সমালোচনা চলে সবসময়। সদ্য শেষ হওয়া পূজা উৎসবেও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জেরে 'ট্রোলড' হতে হয়েছে নায়িকাকে।

তবে একথা মানতেই হবে সেদিন স্বস্তিকার সাজ সবার নজর কেড়েছে। আসলে ফ্যাশন আর স্টাইলের ব্যাপারে স্বস্তিকা সবসময়ই ছকভাঙা। এবারও তিনি মন জয় করলেন সবার।

নীলের এক বিশেষ শেডের শাড়িতে সেজে ওঠেন স্বস্তিকা; স্বস্তিকার জন্য পূজার উপহার হিসাবে এই শাড়ি গেছে বাংলাদেশে থেকে।



তুঁতে রঙা শাড়ি, সঙ্গে রূপালি জরির কাজ। শাড়ির সঙ্গে কনট্রাস্ট লাল রঙা ব্লাউজ পরেছিলেন নায়িকা, যা তার লুককে অন্য মাত্রা দিয়েছে। স্বস্তিকার পরনের এই শাড়িটি মালা শাড়ি নামে পরিচিত।

ফেসবুকে শাড়িটি পরে ভক্তদের জন্য ছবি পোস্ট করেন স্বস্তিকা আর লেখেন, "আমাদের দেশ আমাদের পুজোর অনেক শুভেচ্ছা রইল বাংলাদেশের জন্য, তোমরা সুন্দর মানুষ সুন্দর থেকো।"