Can't found in the image content. কলাপাড়ায় পাওয়া যাচ্ছে না চোখ ওঠা রোগের ঔষধ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪ |

EN

কলাপাড়ায় পাওয়া যাচ্ছে না চোখ ওঠা রোগের ঔষধ

উপজেলা প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২

কলাপাড়ায় পাওয়া যাচ্ছে না চোখ ওঠা রোগের ঔষধ
পটুয়াখালী কলাপাড়া গত দু'সপ্তাহ ধরে চোখ ওঠা রোগের ঔষধ সংকটে থাকার কারণে বিপাকে পড়েছেন শতশত মানুষ। বিভিন্ন কোম্পানির শর্ট সাপ্লাইয়ের কারণে এমন সংকট দেখা দিয়েছে বলে জানান ঔষধ ব্যাবসায়ীরা।

স্থানীয় চিকিৎসকরা জানান, এটি একধরনের  ভাইরাস তবে নিরাময়যোগ্য রোগ। ঔষধ না পেলে হয়ত কিছু দিন কষ্টভোগ করতে হবে, তবে গুরুতর কোন ক্ষতির আশংকা নেই।

জানা গেছে, ছোট শিশু থেকে বিভিন্ন বয়সের শতশত মানুষ সম্প্রতি  চোখ ওঠা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন।

এসব রোগে আক্রান্ত রোগীর চোখ ব্যাথা, চোখ আঠা আঠা ভাব, চোখ থেকে পানি পড়া, আলোর দিকে তাকে অস্তিত্ব লাগা, চোখের কোনে ময়লা জমে যাওয়া, চোখার পাতা ফুলে যাওয়া এবং কোন কোন সময় চোখে ঝাপসা দেখা নিয়ে বিপাকে পড়েছে। এ রোগে আক্রান্ত অধিকাংশরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শরনাপন্ন হয়ে ব্যাবস্থা পত্র নিয়েও পাচ্ছে ঔষধ। 

অনেকে এর যন্ত্রণা নিয়ে জীবন যাপন করেছেন।

চোখ ওঠা রোগী মোঃ রুবেল জানান,পৌর এলাকার অন্তত ১০টি দোকান ঘুরেও মেলেনি চোখ ওঠা রোগের ঔষধ। 

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জে এইচ খান লেলিন জানান,চোখ ওঠা রোগ নিয়ে অনেকে আসছেন। 
চিকিৎসা দিয়ে ব্যাবস্থাপত্র দেওয়া হচ্ছে। 

তবে রোগীদের ঔষধের পাশাপাশি পরিস্কার-পরিচ্ছন থাকার পরামর্শ দিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।