Can't found in the image content. গুঞ্জন রটালে আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেব: পূজা চেরি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

গুঞ্জন রটালে আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেব: পূজা চেরি

বিনোদন ডেস্ক | আপডেট: বুধবার, অক্টোবর ১২, ২০২২

গুঞ্জন রটালে আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেব: পূজা চেরি
পূজা চেরির নামে গুঞ্জন ছড়ালে তিনি দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবেন। এমনটাই জানালেন হালের এই উঠতি অভিনেত্রী।

এর কারণ সম্পর্কে বলতে গিয়ে পূজা চেরি বলেন, ‘কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেইজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে।

শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই—যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক।’ মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক হ্যান্ডেলে আইনি ব্যবস্থা নেবেন জানিয়ে পূজা বলছেন, ‘যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন! কোনো রকম সত্য-মিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি—দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিয়ে বাধ্য হব, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক। ’

পূজার ক্যারিয়ারে কিছু খারাপ মানুষ প্রতিবন্ধকতার সৃষ্টি করছেন বলে অভিযোগ। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সু-অভিনেত্রী হওয়ার। সেই স্বপ্ন পূরণে আমি একটু একটু এগিয়ে যাচ্ছি। অল্পদিনের ক্যারিয়ারে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আপন করে নিয়েছে—এতে করে জীবনের শেষদিন পর্যন্ত এই কাজটাই করে যেতে চেয়েছি। চলার পথে ভালোর পাশাপাশি কিছু খারাপ মানুষ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার চলার পথ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এসবে পাত্তা না দিয়ে আমি সব সময় কাজে মনোযোগী হয়েছি। ’

এসব বন্ধ করার আহ্বান জানিয়ে পূজা চেরি বলেন, ‘আমাকে যারা ভালোবাসেন তাদের মনে কোনো নেতিবাচক ধারণার তৈরি হোক, এটা কোনোভাবেই কাম্য নয়। ব্যক্তিগতভাবেও এই বিষয়টি আমি ভীষণ বিরক্ত। আমার মনে হয়েছে, এসব বন্ধ হওয়া দরকার। ’

চলতি সপ্তাহে অভিনেত্রীর ‘হৃদিতা’ নামের একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এই ছবিতে এ বি এম সুমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।