ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

‘পূজায় বাজবে না হিন্দি গান, নিষিদ্ধ মদপান ও ডিজে নৃত্য’

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩০, ২০২১

‘পূজায় বাজবে না হিন্দি গান, নিষিদ্ধ মদপান ও ডিজে নৃত্য’

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসবে সুশৃঙ্খল পরিবেশ, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শালীনতা বজায় রাখতে পূজা মন্ডপকে ঘিরে ডিজে নিত্য, হিন্দি গান বাজানো ও মাদক সেবনসহ সকল উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

 

পূজার শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশ নিশ্চিতের লক্ষে কর্মপরিকল্পনা সাজাতে জেলা পুলিশের পক্ষ থেকে জনপ্রতিনিধিদের নিয়ে বুধবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এক মতবিনিয় সভায় পুলিশ সুপার ঘোষণা দেন।

 

জেলা পুলিশ লাইন্সে এই মতবিনিময় সভার আয়াজন করা হয়।

 

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস বোস, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল- আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বাবা সমাজ সেবক গোলাম মুর্তজা স্বপনসহ জেলার সকল ইউনিয়ন, পৌরসভার চেয়ারম্যান, ইউপি সদস্য, মেয়র, কাউন্সিলর, পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

 

মতবিনিয় সভায় বক্তরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজে শন্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যে কোনো অপশক্তিকে সম্মিলিতভাবে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।

 

সভায় আইনশৃঙ্খলার পরিপন্থী সকল অপতৎপরতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করে পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসবে শান্তিপূর্ণ, মার্জিত পরিবেশ নিশ্চিতে পূজা মন্ডপকে ঘিরে ডিজে নিত্য, হিন্দি গান বাজানো মাদক সেবনসহ সকল উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হচ্ছে।