Can't found in the image content. ১৭ বছর পর ‘গজনী টু’ তৈরির সিদ্ধান্ত, কেন্দ্রীয় চরিত্রে আমির খান? | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

১৭ বছর পর ‘গজনী টু’ তৈরির সিদ্ধান্ত, কেন্দ্রীয় চরিত্রে আমির খান?

বিনোদন ডেস্ক | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ১১, ২০২২

১৭ বছর পর ‘গজনী টু’ তৈরির সিদ্ধান্ত, কেন্দ্রীয় চরিত্রে আমির খান?
দীর্ঘ ১৭ বছর পর গজনি টু নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন জনপ্রিয় দক্ষিণী পরিচালক AR Murgadas। সালটা ছিল ২০০৫। তামিল ভাষায় মুক্তি পেয়েছিল গজনি। বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছিল এই ছবি। এর ঠিক তিন বছর পর অর্থাৎ ২০০৮ -এ নাম পরিবর্তন না করে হিন্দি ভাষায় মুক্তি পায় গজনি।

কেন্দ্রীয় চরিত্রে আমির খানের তাক লাগানো অভিনয় ঝড় তুলেছিল বক্স অফিসে। আমিরের বিপরীতে গজনিত অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেত্রী আসিন। আর নয়নতারার জুতোয় পা গলিয়ে ছিলেন প্রয়াত অভিনেত্রী জিয়া খান। উল্লেখ্য, তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত গজনিতে জিয়ার চরিত্রটাই ফুটিয়ে তুলেছলেন দক্ষিণী লেডি সুপাস্টার নয়নতারা। তামিল ও হিন্দি ভাষায় গজনির বক্স অফিস সাফল্যের পর এবার ছবির দ্বিতীয়ভাগ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।

হিন্দি ভাষায় মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি গজনি যে বক্স অফিসে ১০০ কোটির মাইলস্টোন গড়েছিল। লম্বা বিরতির পর ফের ছবি পরিচালনার ময়দানে নামছেন পরিচালক AR Murgadas। পরিচালনায় ফিরেই গজনি টু তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সুত্রের খবর, AR Murgadas তাঁর আগামী প্রোজেক্ট নিয়ে কাজ শুরু করার পরিকল্পনা করছেন।

যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই খবরে শিলমোহর দেওয়া হয়নি। তবে ইন্ডাস্ট্রির অন্দরে জোর গুঞ্জন, প্যান ইন্ডিয়াতে মুক্তি পাবে গজনি টু। তামিল,তেলুগু, মালায়ালাম ও কান্নড় ভাষায় পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে এই ছবি।

ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, সুরিয়া যেহেতু পরিচালকের পছন্দের পাত্র তাই গজনি টু-তেও তাঁকেই দেখার চূড়ান্ত সম্ভবনা রয়েছে। এই মুহূর্তে হিন্দি ফিল্ম কেরিয়ারে সুরিয়ার বৃহস্পতি তুঙ্গে। Jai Bheem, Etharkkum Thunindhavan-র মতো ছবিতে সূরিয়ার অভিনয় দর্শকের মন জয় করেছে। কমল হাসানের Vikram-এ ছোট চরিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন এই দক্ষিণী অভিনেতা।

উল্লেখ্য, AR Murgadas-এর শেষ কয়েকটি ছবি Spider, Sarkar আর Darbar বক্স অফিসে একেবারে মুখ থুবরে পড়েছিল। তাই একেবারে আটঘাট বেঁধেই কামব্যাক করতে চাইছেন পরিচালক। সেই জন্যই ব্লকব্লাস্টার মুভি গজনির -র দ্বিতীয় ভাগ গজনি টু তাঁর ফার্স্ট চয়েজ।

গজনি টু-তে দিয়ে যদি সূরিয়াকে দেখা যায় তাহলে AR Murgadas-র সঙ্গে তৃতীয় কাজ হবে দক্ষিণী অভিনেতা সূরিয়ার। উল্লেখ্য, আমির খানের শেষ ছবি লাল সিং চড্ডা বক্স অফিসে মোটেই লক্ষ্মীলাভ করতে পারেনি। গজনি টু-র হিন্দি ভার্সনে আমিরকে দেখা যাবে কিনা এখন সেটারই অপেক্ষা।