চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (৮ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মুনতাজ হোসেন ওরফে জাহাঙ্গীর (৩২)। তিনি ছোট বলদিয়া গ্রামের বাসিন্দা।
নিহতের মেজো ভাই ইন্তাজুল আলী বলেন, ‘রাতে সীমান্তে মহিষ আনতে গিয়ে ভারতের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্প সদস্যদের গুলিতে মুনতাজের মৃত্যু হয়।’
চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’
অপরদিকে, সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
রোববার (৯ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তের বিপরীতে ভারতের কৈজুরী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. হাসানুজ্জামান অরফে মান্দুলী (২৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামের মো. হায়দার আলীর ছেলে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি জানান, আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। তারা প্রাথমিকভাবে বিষয়টি অস্বীকার করেছে। আমরা পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে বিস্তারিত জানাতে পারবো।