Can't found in the image content. পিরোজপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

পিরোজপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ

শাফিউল মিল্লাত, পিরোজপুর প্রতিনিধি | আপডেট: রবিবার, অক্টোবর ৯, ২০২২

পিরোজপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা গ্রামের বলেশ্বর নদীতে অনুষ্ঠিত হয়েছে প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শনিবার (০৮ অক্টোবর) গ্রামসংলগ্ন বলেশ্বর নদীতে স্থানীয় যুবসমাজের উদ্যোগে মনোমুগ্ধকর এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

এ সময় নৌকা বাইচকে ঘিরে নদীর দুই পাশে হাজার হাজার বিনোদনপ্রেমী মানুষের মিলন মেলা বসে।

এ নৌকা বাইচ গ্রামের কলেজ মোড় থেকে বাংলা বাজার পর্যন্ত ১ কিলোমিটার নদী পথে অনুষ্ঠিত হয়।
বিভিন্ন বয়সের নারী,পুরুষ শিশু, কিশোর কিশোরী এ নৌকা বাইচ উপভোগ করতে উপস্থিত হয় নদীর কলেজ মোড় থেকে বাংলা বাজার পর্যন্ত।

প্রতিযোগিতায় ছোট বড় মিলিয়ে ৮ টি নৌকা অংশ নেয়। দুপুরে শুরু হয়ে বাইচ চলে বিকেল পর্যন্ত। এ নৌকা বাইচে গোপালগঞ্জের শিশির বিশ্বাসের টুঙ্গিপাড়া দল বিজয়ী হয়। বিজয়ী নৌকার দলপতির হাতে পুরস্কার তুলে দেন পিরোজপুর ১ আসনের সাংসদ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ এখন হারিয়ে যাচ্ছে। এই উৎসবকে ফিরিয়ে আনতে হবে। এজন্য এ নৌকা বাইচ আয়োজকদের রীতিমতো ধন্যবাদ জানান তিনি।

এ সময় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে দেশের ক্রিড়ার আজ ব্যাপক উন্নতি হয়েছে। দেশের খেলোয়াররা আর্ন্তজাতিক ভাবে দেশের সুনাম বৃদ্ধি করছেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো.আজাদ হোসেন, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, ভারপ্রাপ্ত) মো. আল মামুন, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন প্রমুখ।