ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, মে ১৯, ২০২৪ |

EN

ট্রেন আটকে মানববন্ধন

জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, অক্টোবর ৮, ২০২২

ট্রেন আটকে মানববন্ধন
টাঙ্গাইলের কালিহাতীতে লেভেল ক্রসিংয়ে গেটম্যানের দাবিতে ট্রেন আটকে রেখে গ্রামবাসী মানববন্ধন পালন করেছেন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সল্লা ইউনিয়নে হাতিয়া-ধুনাইল সড়কের হাতিয়া রেলক্রসিংয়ের গেটম্যান দাবিতে নরদহি, ভাওয়াল, আনালিয়াবাড়ি, বিলছাইয়া ও হাতিয়া গ্রামবাসীর আয়োজনে মানববন্ধন পালিত হয়। 

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন মানববন্ধন চলাকালে লাল পতাকা সংকেত দেখিয়ে থামিয়ে ২০ মিনিট আটকে রাখা হয়।

এ দাবির প্রতি সমর্থন জানিয়ে মানববন্ধনে বক্তব্য দেন- সল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেক, ৮নং ওয়ার্ডের জহিরুল ইসলাম, ৯নং ওয়ার্ডের মো. হুমায়ন, বীর মুক্তিযোদ্ধা ফটিক মণ্ডল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, রেললাইন নির্মাণের পর থেকে হাতিয়ার এই রেলক্রসিংয়ে শিশুসহ অন্তত দেড় শতাধিক লোক নিহত হয়েছেন। তারপরও এই ক্রসিংয়ে রেলগেট ও গেটম্যান নিয়োগ দেয়নি রেল কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে রেলগেট ও গেটম্যানের দাবি তাদের। রেলগেট ও গেটম্যানের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি দেওয়ার হুমকি দেওয়া হয়।