Can't found in the image content. ওয়ান শুটার গান, গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫ |

EN

ওয়ান শুটার গান, গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক

মোস্তাকিম হোসেন, পাঁচবিবি প্রতিনিধি | আপডেট: শনিবার, অক্টোবর ৮, ২০২২

ওয়ান শুটার গান, গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া সীমান্ত এলাকা থেকে তিনটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি, ধারালো চাকু,ফেনসিডিল ও বিদেশি মদসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। 

আটককৃত অস্ত্র ব্যবসায়ীরা হলেন, উপজেলার চেঁচড়া গ্রামের আক্কাস আলীর ছেলে হৃদয় আলী (২৬), উত্তর গোপালপুর গ্রামের আজাদ মন্ডলের ছেলে শাকিল মন্ডল (২১)।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর মোস্তফা জামান জানান,আটককৃত অস্ত্র ব্যবসায়ী হৃদয় ও শাকিল ভারত থেকে অবৈধ পথে অস্ত্র ও মাদক এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন। শনিবার সকালে জেলার পাঁচবিবি উপজেলার চেঁচড়া সীমান্ত এলাকায় অস্ত্র বেচাকেনা হচ্ছে, এমন গোপন সংবাদে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তিনটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি, ধারালো চাকু, ৪ বোতল ফেনসিডিল, ৬ বোতল বিদেশি মদসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা,অস্ত্র,মাদকসহ একাধিক মামলা রয়েছে।