ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুন ১৭, ২০২৪ |

EN

শেখ কামালের জন্মবার্ষিকীতে শাজাহানপুরে দুস্থদের আর্থিক সহায়তা প্রধান

বগুড়া প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ৫, ২০২১

শেখ কামালের জন্মবার্ষিকীতে শাজাহানপুরে দুস্থদের আর্থিক সহায়তা প্রধান

বগুড়ার শাজাহানপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধাঞ্জলি, এক মিনিট নিরবতা পালনসহ বিভিন্ন কর্মসূচি মাধ্যমে জন্মবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানের শেখ কামালের কর্মজীবন স্মৃতিচারণমূলক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদর চেয়ারম্যান, প্রভাষক সোহরাব হোসেন ছান্নু এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, আসিফ আহমেদ।

শেখ কামালের কর্মজীবন ওপর বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা সহকারী কমিশনার ভূমি, আশিক খান, অফিসার ইনচার্জ, আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক, তালেবুল ইসলাম, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, আবুল কালাম শামসুদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা, কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, তৌফিক আজিজ, খোট্রাপাড়া ইউপি চেয়ারম্যান, আব্দুল্লাহ আল ফারুক। এ সময় উপস্থিত ছিলেন আড়িয়া ইউপি চেয়ারম্যান, আতিকুর রহমান, মাঝিড়া ইউপি চেয়ারম্যান, আব্দুস ছালাম, আমরুল ইউপি চেয়ারম্যান, আসাদুজ্জামান অটল, চোপিনগর ইউপি চেয়ারম্যান, মোজাফ্ফর রহমান, মাদলা ইউপি চেয়ারম্যান, আতিকুর রহমান, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা, নূরে আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা, আয়েশা খাতুনসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে আর্থিক সহায়তা দেয়া হয়। একই সঙ্গে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারাও বিতরণ করা হয়েছে।