ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টিকা ক্যাম্পেইনে স্বাস্থকর্মীকে চেয়ারম্যানের মারধর

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, সেপ্টেম্বর ২৯, ২০২১

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টিকা ক্যাম্পেইনে স্বাস্থকর্মীকে চেয়ারম্যানের মারধর

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে পোনাবলিয়া ইউনিয়নে করোনা ভেকসিন ক্যাম্পেইন চলাকালে এক স্বাস্থকর্মীকে মারধর করেছে ইউপি চেয়ারম্যান আবুল বাসার খান। মারধরে আহত স্বাস্থ্য কর্মী এনায়েত করিমকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আবুল বাসার খানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রিফাত আহম্মেদ জানিয়েছে।

 

আহত স্বাস্থ্য কর্মী এনায়েত করিম জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সকাল ১০টা থেকে করোনা ভেকসিন ক্যাম্পেইন চলছিল। তিনি ও তার এক সহকর্মী ভেকসিন প্রদান করার সময় এলাকার অসংখ্য নারী-পুরুষ জমায়েত হয়। দুপুর আড়াই টার দিকে আমি ভেকসিন প্রদানরত অবস্থায় হঠাৎ চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান আবুল বাসার খান এসে পেছন থেকে আমাকে কিল-ঘুষি মারতে শুরু করে। হতবাক স্বাস্থ্য কর্মী এনায়েত তাকে মারধরের কারন জানতে চাইলে মহিলাদের লাইনে পুরুষ লোক প্রবেশ করেছে কনে বলে অকথ্য গালাগাল দিতে থাকে।

 

তিনি জানায়, আমরা দুজন স্বাস্থ্য কর্মী টিকা দিচ্ছিলাম লোকজন সামলানো বা লাইন ঠিকরাখা গ্রামপুলিশ ও আনসার সদস্যদের দায়িত্ব আমরা কি করবো বলে জানালেও সে চরথাপ্পর মারতে থাকে। এক পর্যায়ে আমার ইউনিয়নের বদনাম হলে শালা তোর পেটে সিরিঞ্জ ডুকিয়ে দেবো বলে প্রকাশ্যে হুমকি দেয়। এ অবস্থায় বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানালে তিনি তাকে উপজেলা কার্যালয়ে ডেকে আনেন বলে জানান।

 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রিফাত আহম্মেদ জানায়, তাদের এক স্বাস্থ্য কর্মীকে মারধরের ঘটনা জানতে পেরে তিনি প্রকৃত ঘটনার খোজ নিয়ে জেলা প্রশাসক ও সিভিল সার্জনসহ উর্ধতন কর্মকর্তার নিকট অবহিত করেছি। তাদের পরামর্শ অনুযায়ী আহত স্বাস্থ্য কর্মীকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আইনগত ব্যাবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

 

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আবুল বাসার খান জানায়, অভিযোগটি সম্পূর্ন মিথ্যা। সে সরকারী কাজে নেগলেজেন্সি করেছে। সে যেখানের লোক সেখানে কাজ করো এই ইউনিয়নের মধ্যে এসোনা। কিন্তু তার পরেও সে জোর করে এখানে আসছে।তার সাথে কোন কিছুই হয়নি, অভিযোগ সম্পূর্ন মিথ্যা।