ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

সীতাকুণ্ডে মালবাহী ট্রেন লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, সেপ্টেম্বর ২৯, ২০২১

সীতাকুণ্ডে মালবাহী ট্রেন লাইনচ্যুত

সীতাকুণ্ডে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ডাউন লাইন বন্ধ থাকলেও আপ লাইন চালু রয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে চট্টগ্রাম বন্দরমুখী একটি মালবাহী ট্রেন ৬০টি মালবাহী বগি নিয়ে ফৌজদারহাট এলাকা অতিক্রমকালে ২টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে ডাউন লাইন বন্ধ থাকলেও আপ লাইন চালু রয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম জানান, সকাল ১০-৪০ মিনিটের দিকে চট্টগ্রাম বন্দরমুখী একটি মালবাহী ট্রেন ফৌজদারহাট এলাকা অতিক্রমকালে ২টি মালবাহী বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার সংবাদ পেয়ে চট্টগ্রাম থেকে একটি উদ্ধারকারী ক্রেন এসে পৌঁছেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।