ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

আ.লীগের বিভক্তি প্রকাশ্যে

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৮, ২০২১

আ.লীগের বিভক্তি প্রকাশ্যে

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার বরিশালে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়েছে দুটি গ্রুপ। তবে কর্মসূচিতে বরিশালে থাকবেন না প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। প্রায় এক মাস ধরে রাজধানীতে অবস্থান করা সিটি মেয়র নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহও বরিশালের কর্মসূচিতে থাকবেন কি না নিশ্চিত করতে পারেননি দলটির কোনো নেতা। অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দীর্ঘদিন পর বিবাদমান দুটি পক্ষই রাজনৈতিক শক্তি প্রদর্শনে পাল্টাপাল্টি কর্মসূচি হাতে নিয়েছে।

 

জেলা মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আজ মঙ্গলবার সকালে পুষ্পার্ঘ্য অর্পণ, বিকেলে আলোচনা সভা দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। সিটি মেয়র নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারীরা এই আয়োজনের নেতৃত্ব দিচ্ছেন। অপরদিকে, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের অনুসারীরা মঙ্গলবার বিকেলে নগরীর নুরিয়া স্কুলে ঘটা করে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্যাপন করতে যাচ্ছেন।

 

প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে বরিশাল জেলা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গত বৃহস্পতিবার প্রস্তুতি সভা হয়। ওই সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, ‘রাজনৈতিক সংকট থাকতেই পারে। আমরা চোখ-কান খোলা রেখে কাউকে জল ঘোলা করতে দেব না, আবার ঘোলা জলে মাছ শিকারও করতে দেব না।তিনি ২৮ সেপ্টেম্বর বিকেলে দলীয় কর্মসূচিতে কর্মী উপস্থিতি নিশ্চিত করতে তাগিদ দিয়েছেন।

 

এর আগে গত বুধবার প্রতিমন্ত্রীর অনুসারীরা সভা করে কর্মসূচির ঘোষণা দেন। ওই সভার সভাপতিত্ব করা বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মীর আমিন উদ্দিন মোহন বলেন, ‘জন্মদিনে তারা বাদ আসর নগরীর নুরিয়া স্কুলের ময়দানে আলোচনা সভা, মিলাদ মাহফিল তবারক বিতরণ করবেন। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী কাউন্সিলরসহ সব স্তরের মানুষ উপস্থিত থাকবেন। তবে প্রতিমন্ত্রী অনুষ্ঠানে থাকবেন না বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাজনৈতিক গতি বাড়ানোই তাদের লক্ষ্য। কেননা বরিশালে পারিবারিক রাজনীতি শুরু হয়েছে।তিনি আরও বলেন, ‘প্রতিহিংসার কর্মসূচি দিয়েছে জেলা মহানগর আওয়ামী লীগ। তারা আমাদের আওয়ামী লীগ হিসেবে স্বীকৃতিই দেয় না।

 

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন বলেন, ‘জেলা মহানগর আওয়ামী লীগ যৌথভাবে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করবে। মেয়র সাদিক আব্দুল্লাহ সশরীরে কিংবা ভার্চ্যুয়াল কর্মসূচিতে অংশ নেবেন।তিনি বলেন, ‘জেলা মহানগরের বাইরে নগরীর নুরিয়া স্কুলে যারা কর্মসূচি দিয়েছে তারা আওয়ামী লীগের লোক বলে মনে করি না। বরিশাল আওয়ামী লীগের ক্ষতি করার জন্য তারা আলাদা প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করছেন।

 

তবে কর্মসূচিতে বড় ফ্যাক্টর প্রতিমন্ত্রী অনুসারী কাউন্সিলর। গত রোববার ফাঁস হওয়া এক অডিও ক্লিপের কথোপকথনে নগরীর ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়ার রহমান বিপ্লব অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর কর্মসূচি আমরা আমাদের মতো পালন করতেছি। মেয়র সাদিক আমাদের যেইভাবে মূল্যায়ন করছে আমরাও তাকে সেইভাবেই মূল্যায়ন করব।

 

সুত্র: আজকের পত্রিকা