Can't found in the image content. ঐক্যবদ্ধভাবে জেলা পরিষদ নির্বাচনে শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করতে হবে : আব্দুর রহমান | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, জানুয়ারী ১১, ২০২৫ |

EN

ঐক্যবদ্ধভাবে জেলা পরিষদ নির্বাচনে শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করতে হবে : আব্দুর রহমান

ফরিদপুর প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ৪, ২০২২

ঐক্যবদ্ধভাবে জেলা পরিষদ নির্বাচনে শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করতে হবে :  আব্দুর রহমান
আগামী ১৭ সেপ্টেম্বর ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো.ফারুক হোসেনের পক্ষে জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুর রহমান। 

৩ অক্টোবর( রবিবার) বিকালে  চাদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় চেয়ারম্যান মেম্বারসহ নেতাকর্মীদের সাথে জেলা পরিষদ নির্বাচনে আ'লীগ মনোনীত প্রার্থী ফারুক হোসেনকে বিজয়ী করার লক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আব্দুর রহমান। 

তিনি বলেন এই ইউনিয়নে যত উন্নয়ন হয়েছে শেখ হাসিনা সরকার উন্নয়ন করেছে, আমার হাত দিয়েই হয়েছে।

আমি স্পর্ধা দেখি,কিভাবে শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিপক্ষে প্রার্থী দাড় করায়। দলের বিপক্ষে যারা অবস্থান নেয় তাদের অবস্থা কখনোই ভালো হয় না। 

আমাদের নেত্রী প্রিয় আপা অবশ্যই বিষয়টি দেখছেন। এখানে আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার মনোনীত প্রার্থী ফারুক হোসেনকে  বিজয়ী করতে হবে।

আমি কথা দিচ্ছি আপনাদের এলাকার উন্নয়নের জন্য আমি পাশে থাকবো।

চাদপুর ইউনিয়নের চেয়ারম্যান শামচুন্নাহারের সভাপতিত্বে মতবিনিময় সভায়  এ সময় উপস্থিত ছিলেন হামিম গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একে আজাদ।

শিল্পপতি ড. যশোধা জীবন দেবনাথ,শহর আওয়ামী লীগের আহবায়ক  মনিরুল হাসান মিঠু,জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শাহ্ সুলতান মো.রাহাত খান,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহামেদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারসহ নেতৃবৃন্দ। 

চাদপুর মতবিনিময় শেষে ড.যশোধা জীবন দেবনাথের আমন্ত্রণে তার বাড়ীতে পূজা মন্ডপসহ বোয়ালমারী ও সাতৈর সুভাস সাহার বাড়ীতে পূজা মন্ডব পরিদর্শন করেন।