ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৮, ২০২১

কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসির ) বিশেষ জোন র্যাব যৌথ অভিযান পরিচালনা করে কক্সবাজারের টেকনাফ উপজেলায় আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ, নগদ টাকা ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।

 

আটকরা হলোহ্নীলা ইউনিয়ন ৭নং ওয়ার্ডের মৃত ছৈদুল আমিনের ছেলে শাহ নেওয়াজ (২০) ৬নং ওয়ার্ডের  নুর বশরের ছেলে আবুল বশর (২৯) আলী করিমের স্ত্রী খালেদা খানম (৩৮)

 

সোমবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) র্যাব-১৫ সিপিসি- টেকনাফের সহযোগিতায় যৌথ কমান্ড গঠন করে রোববার গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত টেকনাফের হ্নীলা ইউনিয়নের বিভিন্ন এলাকার একাধিক স্থানে অভিযান পরিচালিত করে।

 

সময় তিন হাজার পিস ইয়াবা, তিনটি আগ্নেয়াস্ত্র, একটি এমএম পিস্তল, একটি শটগান, একটি ওয়ান শুটারগান, রাউন্ড কার্তুজ, ১৫ রাউন্ড তাজা গুলি, ৩৭ হাজার নগদ টাকা তিনটি মোবাইলসহ তিনজনকে আটক করে।

 

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অস্ত্র আইনে পৃথক মামলার পর টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হয়েছে।