ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ১ চৈত্র ১৪৩১

EN

মদনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ পালিত

দেওয়ান রানা, মদন, নেত্রকোণা প্রতিনিধি | আপডেট: সোমবার, অক্টোবর ৩, ২০২২

মদনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ পালিত
নেত্রকোণার মদনে “গড়বে শিশু সোনার দেশ ছড়িয়ে দিয়ে আলোর রেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ সোমবার (৩ অক্টোবর) বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ পালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লূৎফর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, শিক্ষক,  শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যম কর্মীগণ।

সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বলেন, শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যতে তৈরী করার দায়িত্ব আমাদের সকলের। মদন পৌর শহরের শিশুদের মানসিক বিকাশ ঘটানোর জন্য একটি খেলা মাঠ ও একটি শিশু পার্কের প্রয়োজন। এ বিষয়ে আমি সুধীজনের সাথে কথা বলে অচিরেই ব্যবস্থা নেব।