বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এ দেশকে ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছি।
মুসলিম, হিন্দু, বৌদ্ধ,খিস্ট্রান, গারো চাকমা সাঁওতাল সহ সকল ধর্মের লোকজন একে অপরে মিলে মিশে শান্তির জনপদে বসবাস করার জন্য। তবে কিছু লোকজন আছে যারা ধর্মানন্ধ, ধর্মকে ব্যবহার করে রাজনীতির জন্য। এই হিন্দু ধর্মালম্বীদের প্রধান উৎসব হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এই দুর্গৎসব কে যারা বিগ্নিত করতে চায় তারা ধর্মান্ধ। ধর্মান্ধরা মানবতার শত্রু।
রবিবার টাঙ্গাইলের মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের পীরগাছা এলাকার মন মহোন আশ্রমে পূজামন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথি’র বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, দুর্গা পূজায় যাতে কোন ধরণের বিশৃংখলা না হয় সেজন্য আইনশৃংলা বাহিনীর পাশাপাশি আমাদের আওয়ামীলীগের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরাও সজাগ রয়েছি। ধর্ম হিন্দুদের হলেও উৎসব টা আমরা সকলেই মিলে উপভোগ করি। সেই সাথে বর্তমান আওয়ামীলীগ সরকার সকল ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়ন করেছে। এবং উন্নয়নের ধারা অব্যহত রয়েছে।
মন মহোন আশ্রমের সভাপতি বাবুল বর্মণের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। অন্যান্যের মধ্যে আরো বক্তব্যে রাখেন,মধুপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও শোলাকুড়ী ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট ইয়াকুব আলী প্রমূখ।
এসময় মধুপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা: মীর ফরহাদুল আলম মনি, অরণখোলা ইউপি’র চেয়ারম্যান আব্দুর রহিম, আলোকদিয়া ইউপি’র চেয়ারম্যানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।