ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

মেহেরপুরের গাংনীতে আশা এনজিওর পিয়ন নিখোঁজ, অফিসে রক্তের ছাপ

মেহেরপুর প্রতিনিধি | আপডেট: রবিবার, অক্টোবর ২, ২০২২

মেহেরপুরের গাংনীতে আশা এনজিওর পিয়ন নিখোঁজ, অফিসে রক্তের ছাপ
মেহেরপুরের গাংনী উপজেলার বাওট বাজারের আশা এনজিওর  পিয়ন হৃদয় (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে এঘটনা ঘটে। নিখোঁজ হৃদয় উপজেলার ছাতিয়ান গ্রামের মিন্টু মিয়ার ছেলে।

নিখোঁজ হৃদয়ের ভাই বিজয় জানান, শনিবার দিবাগত রাতে মোবাইল ফোনের মাধ্যমে তাকে বাড়ী থেকে ডেকে নিয়েছে ম্যানেজার। এরপর থেকে আর বাড়ি ফেরেনি। সকালে তার কর্মস্থল বাওট বাজারের আশা অফিসে গেলে অফিসের মধ্যে রক্তের ছাপ দেখতে পাওয়া যায়। 

স্থানীয়দের ধারনা হৃদয়কে হত্যা করে লাশ গুম করা হয়েছে। এঘটনায় এলাকাবাসীরা ম্যানেজারকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।  

এ খবর পেয়ে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরির্দশন করেছেন।

পরে গাংনী থানা পুলিশের একটি দল সন্দেহভাজন হিসেবে আশা এনজিওর বাওট শাখা ম্যানেজার আমিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। আটক আমিনুল ইসলাম কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাসিন্দা।  

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ম্যানেজারকে আটক করা হয়েছে।