জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৮, ২০২১
জেলা
ছাত্রলীগের পূর্ব
প্রতিশ্রুতি অনুযায়ী জীবাণুনাশক দিয়ে পরিচ্ছন্ন কার্যক্রম এবং বর্তমান অবস্থায়
ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মশক নিধন অভিযান
পরিচালনা করা হয়েছে।
সোমবার
(২৭ সেপ্টেম্বর) ঝালকাঠি জেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলভী মহিউদ্দিনের
নেতৃত্বে ধানসিঁড়ি ইউনিয়নের
তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান ভাইরাস ও জীবাণুমুক্ত করা
হয়।
বর্তমানে
সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাস্থবিধি মেনে পাঠদান কর্মসূচি
চলমান রয়েছে এমত অবস্থায় শ্রেণীকক্ষ
জীবানু মুক্ত রাখা ও শিক্ষার্থীদের
সুরক্ষার কথা বিবেচনা করে
দক্ষিণ বাংলার সিংহ পুরুষ সাবেক
খাদ্য ও শিল্প মন্ত্রী
জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু
এম.পি. মহদয়ের নির্দেশে
ও ঝালকাঠি জেলা ছাত্রলীগের কর্ণধার,
সম্মানিত সভাপতি জনাব শফিকুল ইসলাম
শফিক ভাইয়ের তত্ত্বাবধানে ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়নের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান যথাক্রমে বৈদারাপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বৈদারাপুর দাখিল
মাদ্রাসা এবং ৭০নং বৈদারাপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভাইরাস ও জীবাণুমুক্ত করার
উদ্দেশ্যে জেলা ছাত্রলীগের পূর্ব প্রতিশ্রুতি অনুযায় জীবাণুনাশক দিয়ে পরিচ্ছন্ন কার্যক্রম এবং বর্তমান অবস্থায়
ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মশক নিধন অভিযান
পরিচালনা করা হয়।
আমরা
ঝালকাঠি জেলা ছাত্রলীগ বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানে এই পরিছন্নতা অভিযান
ও মশক নিধন কার্যক্রম
শহর থেকে গ্রামে ছড়িয়ে
দিতে দৃঢ়প্রতিজ্ঞ, আমরা আমাদের এ
কার্যক্রম ভবিষ্যতেও চলমান রাখব এবং ভবিষ্যতেও
সর্বপ্রকার সামাজিক কার্যক্রমে আমরা ঝালকাঠি জেলা
ছাত্রলীগ সর্বদা সচেষ্ট থাকব, ইনশাআল্লাহ্। সর্বশেষে ধন্যবাদ সকল ছাত্রলীগ কর্মীদের,
যাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া আমাদের এ কার্যক্রম সফল
করা এক রকম অসম্ভব
ছিল।
শিক্ষা
শান্তি প্রগতির মশাল জেলে দুর্বার
গতিতে সব সময় এভাবে পাশে
থেকে ইনশাআল্লাহ্ একসাথে মিলে জয় করব
সব অজয় কে।