ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

মদনে রাস্তা পাকা করণের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আব্দুল আওয়াল (মদন) নেত্রকোনা | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ৩০, ২০২২

মদনে রাস্তা পাকা করণের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নে সাইতপুর গ্রামের কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। শুক্রবার জুম্মার নামাজের পর সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের সভাপতিত্বে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, হাসান তালুকদার, রফিক তালুকদার, ইয়াছিন মিয়া, তোফায়েল 
আহমেদ তরুন, ইমরান মিয়া প্রমূখ। 

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেড় কিলোমিটার এ রাস্তাটি বেহাল দশা। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত রাস্তাটি পাকা করা হয়নি। গর্ভবতী মায়েদের এবং বয়স্ক কেউ অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের অন্য সদস্যদের নিয়ে এ রাস্তা দিয়ে চলাচল করা যায় না। রাস্তাাটি পাকা হলে শিক্ষার্থীসহ সর্বসাধারণের বহুদিনের ভোগান্তি লাগব হবে। সামান্য বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, মানুষ পায়ে হেটে যেতেও মারাত্মক অসুবিধায় পড়েন। উক্ত রাস্তাটি জনস্বার্থে পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী