ঢালিউডে গত কয়েকদিনে টক অব দ্য টাউন চিত্রনায়িকা শবনম বুবলী। তার বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আসার পর বুবলীকে নিয়ে শাকিব খানকে ঘিরে গুঞ্জনের ঢালপালা মেলেছে। এই বিতর্ক থেকে বাদ পড়ছেন না অপু বিশ্বাসও।
কারণ শাকিব-অপুর সন্তানের জন্মদিনে বেবিবাম্পের ছবি প্রকাশ করে রহস্যময় বার্তা দেন বুবলী। এ বিষয়ে খোলামেলা কথা না বললেও এটি বোঝা যাচ্ছে একটা ব্রেকিং নিউজ অপেক্ষা করছে সিনেপ্রেমিদের জন্য।
২০১৭ সালের পর একসঙ্গে থেকে ছেলে জয়ের কেক কাটেন শাকিব-অপু। আর এই বুধবার সকালে অপু বিশ্বাস সোশ্যাল হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন। ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, ‘সুখী পরিবারের কিছু মুহূর্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন। ’
শাকিব খানের বাসায় গিয়ে ছেলের কেক কাটলেন শাকিবের সঙ্গে কথা হয়েছে? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘কথা হবে না কেন? শাকিব অনেক ভালো মনের মানুষ। '