ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

নিজ এলাকায় ভালোবাসায় সিক্ত বিশ্বজয়ী হাফেজ তাকরিম

জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ৩০, ২০২২

নিজ এলাকায় ভালোবাসায় সিক্ত বিশ্বজয়ী হাফেজ তাকরিম
টাঙ্গাইলের নাগরপুরে উষ্ণ সংবর্ধনা ও ভালোবাসায় সিক্ত বিশ্বজয়ী কুরআনের হাফেজ সালেহ আহমাদ তাকরিম। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

হাফেজ তাকরিম উপজেলার ভাদ্রা গ্রামের মাওলানা আব্দুর রহমানের ছেলে।

সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি মুসলিম দেশ অংশগ্রহণ করে। ওই প্রতিযোগিতায় অংশ নিয়ে নাগরপুরের কৃতীসন্তান ১৩ বছর বয়সী হাফেজ সালেহ আহমাদ তাকরিম ৩য় স্থান অর্জন করে। তার এই বিশাল অর্জনে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মো. কায়ছার।

এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী তাকরিমের বাবা মো. আবদুর রহমান প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে তাকরিমের সম্মানে জেলা প্রশাসক ১ লাখ টাকা, টাঙ্গাইল পুলিশের পক্ষে পুলিশ সুপার ১ লাখ টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও ৫০ হাজার টাকা সম্মাননা প্রদান করেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।