ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪ |

EN

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি | আপডেট: বুধবার, সেপ্টেম্বর ২৮, ২০২২

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
"তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক "এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছ। 

বুধবার ২৮সেপ্টেম্বর সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে  উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়। 

মাটিরাঙ্গা উপজেলা সহকারি প্রোগ্রামার রাজীব রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম।

এসময় মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো: মোস্তাফিজুর রহমান, মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক মো: সাদ্দাম হোসেন,  মাটিরাঙ্গা উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মো:হুমায়ন কবির পাটোয়ারি, তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবুল কাশেম ভূইঁয়া, বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইলিয়াস হোসেন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো: জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুকুল কান্তি চাকমা, সহ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকারের আমলে তথ্য কমিশনের মাধ্যমে তথ্যবঞ্চিত জনগণের অভিযোগ আমলে নিয়ে নিয়মিত শুনানির মাধ্যমে তাদের তথ্যপ্রাপ্তি নিশ্চিত হয়েছে।