Can't found in the image content. মাসহ সেই মরিয়ম মান্নানকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

মাসহ সেই মরিয়ম মান্নানকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৭, ২০২২

মাসহ সেই মরিয়ম মান্নানকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন
খুলনা মহানগরীর মহেশ্বরপাশার উত্তর বণিকপাড়ায় আলোচিত মরিয়ম মান্নান, মা রহিমা বেগম ও পরিবারের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে অপহরণ মামলায় গ্রেপ্তার পাঁচজনের পরিবার।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) খুলনা প্রেসক্লাবে ‘ভুক্তভোগীদের পরিবার’ ব্যানারে সংবাদ সম্মেলনে এ দাবি জানান। একই সঙ্গে রহিমার ‘পরিকল্পিতভাবে নিখোঁজ’ হওয়ার ঘটনায় করা হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিও জানান তারা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, মরিয়ম মান্নান ও তার পরিবার পরিকল্পিতভাবে রহিমা বেগমের নিখোঁজের নাটক সাজিয়েছেন। পরে অপহরণ মামলা দিয়ে প্রতিবেশী পাঁচজনকে অন্যায়ভাবে জেল খাটাচ্ছেন। এ ঘটনায় মরিয়ম, মা রহিমা বেগম ও পরিবারের অন্য সদস্যরা জড়িত।

এ সময় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগীরা আরও জানান, তারা ‘রহিমা বেগমের অপহরণ নাটক’-এর সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।