নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১
সাতক্ষীরায়
শেখ হাসিনার গাড়িবহরে ২০০১ সালে হামলা
মামলার আসামি তারিকুজ্জামান ওরফে কনককে গ্রেপ্তার
করেছে পুলিশ। আজ রোববার রাজধানীর
মিরপুর থেকে তাকে গ্রেপ্তার
করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
(ডিএমপি)।
ডিএমপির
অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি)
ইফতেখায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, রোববার বিকেল তিনটায় রাজধানীর মিরপুর থেকে তারিকুজ্জামানকে গ্রেপ্তার
করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর গাড়িতে
হামলা মামলায় কারাদণ্ড প্রাপ্ত আসামি।
পুলিশ
জানায়, ২০০১ সালে তৎকালীন
বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা
জেলায় সমাবেশ করে কলারোয়া থানা
হয়ে ঢাকা ফিরছিলেন। তাঁর
গাড়িবহরে কলারোয়ার তুলশীডাঙ্গায় হামলা হয়। হামলার দিন
তারিকুজ্জামান সকাল সাড়ে ৯টায় বিএনপির নেতা–কর্মী নিয়ে তুলশীডাঙ্গায় মেইন রোডে যায়।
একটি যাত্রীবাহী বাস রাস্তার মাঝে
দাঁড় করিয়ে যানজটের সৃষ্টি করে। কিছুক্ষণের মধ্যে
শেখ হাসিনার গাড়িবহর এসে যানজটে পড়ে।
এ সময় তারিকুজ্জামানসহ অন্যান্যরা
গাড়িবহরে হামলা করে। এ ঘটনায়
২০১৪ সালে সাতক্ষীরা কলারোয়া
থানায় বিস্ফোরক উপাদানাবলী আইনে একটি মামলা
হয়।