নেত্রকোনার মদনে বউ শ্বাশুরির পারিবারিক কলহ মীমাংসা করতে গিয়ে মাদ্রাসার শিক্ষক ইমাম শফিকুল ইসলামকে হত্যা করা হয়। এরই প্রতিবাদে হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও ফাসিঁর দাবি জানান ছেলে আব্দুর রহমান। মঙ্গলবার উপজেলার ফতেপুর ইউনিয়নে রুদ্রশ্রী গ্রামের একটি মাদ্রাসার সামনে ইমাম ওলামা পরিষদের উদ্যোগে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দোষীদের দ্রুত গ্রেফতার ও ফাসিঁর দাবি জানিয়ে বক্তব্য রাখেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি, মাওলানা মুফতি দেওয়ান মাছুম ইয়ার চৌধুরী, মাওলানা আব্দুল বাছির, মাওলানা আজিজুল হক, মাওলানা আহমদ নান, মুফতি হেলাল উদ্দিন, মুফতি মোজাম্মেল হক সালেহী, নিহত শফিকুল ইসলামের ছেলে আব্দুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, বউ শ্বাশুরির পারিবারিক কলহ মীমাংসা করতে গিয়ে শফিকুল ইসলাম মদন হাসপাতালে নিহত হন। অপর দিকে আহত শ্বাশুরি মিনারা আক্তার (৫০) সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মিনারা আক্তার রুদ্রশ্রী গ্রামের এলাল উদ্দিনের স্ত্রী। আহত ইব্রাহীম (৮০), মোবারক হোসেন (২৫), মাসুম মিয়ার (১২) অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় নারীসহ আরো ৬ জন আহত রয়েছে। রোববার রাত ১০ টার দিকে উপজেলা ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, পারিবারিক কলহের জেরে রুদ্রশ্রী গ্রামে দুইজন নিহত হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।