Can't found in the image content. টেকনাফে ১৩টি স্বর্ণের বার জব্দ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

টেকনাফে ১৩টি স্বর্ণের বার জব্দ

আমান উল্লাহ কবির, টেকনাফ প্রতিনিধি | আপডেট: রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০২২

টেকনাফে ১৩টি স্বর্ণের বার জব্দ
বাংলাদেশ কোস্টগার্ড অভিযান চালিয়ে বার্মিজ গুড়ের মধ্যে লুকানো অবস্থায় এই স্বর্নের বারগুলো উদ্ধার করতে সক্ষম হয়। 
বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তর্কি (বিএন) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (২৫ সেপ্টেম্বর) আনুমানিক রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আশিক আহমেদের নেতৃত্বে টেকনাফ থানাধীন বরইতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে মিয়ানমার থেকে টেকনাফ স্থল বন্দরের দিকে আসা একটি বোট হতে নেমে একজন ব্যক্তিকে ১টি হলুদ রংয়ের বস্তা মাথায় নিয়ে বরইতলী প্যারা বনের ভিতরে প্রবেশ করতে দেখা যায়। উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্য কর্তৃক তাকে থামার জন্য সংকেত দেওয়া হলে বর্ণিত ব্যক্তি বস্তাটি ফেলে দিয়ে বরইতলী পাহাড়ের মধ্যে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে ৩০ কেজি বার্মিজ গুড়ের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা সর্বমোট ২১৫৯.৪৩ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের বার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ কাস্টম গোয়েন্দা ও তদন্ত সার্কেল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।