জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকাডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, মুক্তিযুদ্ধের মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আর ৭৫-এর ঘাতক বাহিনী শেখ হাসিনা ও শেখ রেহানাকে হত্যার সুযোগ পেলে এবং জাতির পিতার কন্যা আওয়ামী লীগের দায়িত্ব নিজের কাঁধে তুলে না নিলে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যেত না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন। তিনি নিজ দেশের উন্নয়নের পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছেন। এজন্য সারা বিশ্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সম্মানিত করেছে।
ডেপুটি স্পিকার শামসুল হক টুকু শনিবার দুপুরে পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে তাকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
টুকু আরও বলেন, দেশের উন্নয়ন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের যে অর্জন তা অব্যাহত রাখতে হবে। মুক্তিযুদ্ধের এই সরকারকে পুনরায় নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শেখ হাসিনার দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে আমাদের এগিয়ে যেতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- পাবনা-৪ আসনের এমপি মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত এমপি নাদিরা ইয়াসমিন জলি।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, পাবনা পৌরসভার মেয়র মো. শরিফ উদ্দিন প্রধান, পৌর আওয়ামী লীগের সভাপতি তসলিম হাসান সুমন, বেলায়েত আলী বিল্লু, আহাদ বাবু, জেলা যুব লীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি প্রমুখ।
অ্যাডভোকেট শামসুল হক টুকু পাবনা-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি সম্প্রতি মৃত্যুবরণ করলে টুকুকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।
তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তাকে ডেপুটি স্পিকার নির্বাচন করায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।