Can't found in the image content. অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিলেন অক্ষয় কুমার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ |

EN

অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিলেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ২৪, ২০২২

অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিলেন অক্ষয় কুমার
বলিউড অভিনেতারা সিনেমায় অভিনয়ের বাইরে বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করে থাকেন। এ জন্য মোটা অংকের পারিশ্রমিকও পান। পাশাপাশি বিভিন্ন ব্যবসাও করেন। রেস্তোরাঁর বিজনেস, বিউটি ফ্যাশনের শো রুম কিংবা বাড়ি কেনা তো রয়েছেই। আর তারকাদের এসব আয়ের পথ নিয়ে মাঝে মাঝেই সংবাদ হয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন বলছে, বলিউড অভিনেতা অক্ষয় কুমার একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করেছেন। মোটা অংকের অর্থের বিনিময়েই বিক্রি করেছেন। যা কিনেছেন গায়ক আরমান ও আমাল মালিকের বাবা ডাব্বু মালিক। যিনি একজন গীতিকার।

জানা গেছে, আন্ধেরির পশ্চিমে অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করেছেন অক্ষয়। যা ৪.১২ কোটি রুপিতে কিনেছিলেন বলা হচ্ছে দেশটির সংবাদমাধ্যমে। তবে এখন তা ৬ কোটি রুপিতে বিক্রি করেছেন অভিনেতা।

বলি নায়ক ও গীতিকার ডাব্বুর মধ্যে অ্যাপার্টমেন্ট বিক্রির চুক্তিটি হয়েছিল ১২ আগস্ট ২০২২-এ। এটি অবস্থিত ট্রান্সকন ট্রায়াম্ফ, আন্ধেরি পশ্চিমের টাওয়ার ওয়ান, A-২১০৪-এ। অ্যাপার্টমেন্টটি ১২৮১ বর্গফুট কার্পেট এলাকাজুড়ে বিস্তৃত এবং এতে ৫৯ বর্গফুটের একটি ব্যালকনি রয়েছে।

এই বলি তারকাকে ‘ও মাই গড ২’, ‘গোর্খা’, ‘বড় মিঞা ছোট মিঞা’, ‘জলি এলএলবি ৩’, ‘সেলফি’, ও ‘রাম সেতু’ সিনেমায় দেখা যাবে। সবশেষ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়া ‘কাঠপুতলি’ সিনেমায় দেখা গেছে অক্ষয় কুমারকে।