Can't found in the image content.
নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১
ঢাকার
আশুলিয়া থেকে অপহরণের চার ঘণ্টার মধ্যে ১২ বছরের এক শিশুকে উদ্ধার করেছে র্যাব-৪।
এ ঘটনায় জড়িত অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে।
এ
সময়ে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, ৪০০ গ্রাম গাঁজা, চার লিটার চোলাই মদ, দুইটি গিয়ার
চাকু, দুইটি গাঁজা সেবনের কলকি এবং একটি হেমার জব্দ করা হয়।
আটককৃতরা
হলেন-মো. মিলন হোসেন হৃদয়, মো. আরিফ, মো. মেহেদী হাসান, মো. সোহাগ খান, মো. আবু হাসনাত,
মো. শাওন ইসলাম, মো. আজম আলী, মো. সুমন ইসলাম, মো. রবিন, আব্দুল আহাদ এবং মো. রাজু
।
রবিবার
বিকালে র্যাব-৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বেলা পৌনে ১২ টায় আশুলিয়া থেকে ওই শিশুটি অপহৃত হয়। খবর
পেয়ে অভিযানে নামে র্যাব-৪ এর একটি দল। বিকাল পৌনে চারটার দিকে সাঁড়াশি অভিযানে আশুলিয়া
থানার আরিয়ার মোড় এলাকা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।
আটককৃতদের
বরাত দিয়ে র্যাব জানায়, আটককৃতরা অভ্যাসগত অপরাধী। তাদের প্রত্যেকের নামে বিভিন্ন
থানায় একাধিক মামলা রয়েছে। তারা মূলত মাদকসেবী। ভুক্তভোগী শিশুটি আশুলিয়ার একটি মাদ্রাসার
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।