Can't found in the image content. দূর্গাপূজা উপলক্ষে লাকসাম থানা পুলিশের মতবিনিময় সভ অনুষ্ঠিত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ |

EN

দূর্গাপূজা উপলক্ষে লাকসাম থানা পুলিশের মতবিনিময় সভ অনুষ্ঠিত

লাকসাম, কুমিল্লা প্রতিনিধি | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ২৪, ২০২২

দূর্গাপূজা উপলক্ষে লাকসাম থানা পুলিশের মতবিনিময় সভ অনুষ্ঠিত
হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে লাকসাম থানা পুলিশের আয়োজনে ২৪ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে থানা প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাব ইন্সপেক্টর কিশোর কুমার দে'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম-মনোহরগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট মো. রফিকুল ইসলাম হিরা, বাকই (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল, লাকসাম পূজা উদযাপন কমিটির সভাপতি শচীন্দ্র কুমার দাশ, সাধারণ সম্পাদক দুর্জয় কুমার সাহা। 

অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন পৌর ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান মজুমদার, আবদুল আজিজ, আবু ছায়েদ বাচ্চু, এডভোকেট মাসুদ হাসান, ব‍্যবসায়ী প্রতিনিধি পিন্টু সাহা, বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড মেম্বারসহ পূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ। 

মতবিনিময় সভায় লাকসামে ৩৫টি পূজা মন্ডপে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্তরে নিশ্চিদ্র নিরাপত্তা ব‍্যবস্থায় সিসি ক‍্যামেরা স্থাপন, পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন, স্বেচ্ছাসেবক দল গঠন এবং সূর্যাস্তের আগেই প্রতিমা বিসর্জনের বিষয়ে বক্তারা গুরুত্বারোপ করেন।