সাটুরিয়ায় শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষ্যে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সাটুরিয়া থানার আয়োজনে শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাটুরিয়া থানা চত্বরে নিরাপত্তা সংক্রান্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোহা: হাফিজুর রহমান, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা অপু মোহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ কামরুল হাসানসহ প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদ সাটুরিয়া উপজেলার সভাপতি সমরেন্দু সাহা লাহোর, সাধারন সম্পাদক প্রদ্যোত কুমার ঘোষ এপোলো, সাটুরিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: সোহেল রানা খান, হরগজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান জ্যোতি, হরগজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাটুরিয়া কমিউনিটি পুলিশের সভাপতি মো: আমজাদ হোসেন লাল মিয়া, সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজের প্রভাষক গনেষ চন্দ্র ঘোষ, বালিয়াটি ইউপি মহিলা মেম্বার সেফালী আক্তারসহ প্রমুখ।