নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো এলাকার ইউনুছ পেপার মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২৪ সেপ্টেম্বর শনিবার ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ৪০ টাকা কেজি দরের বিশ লক্ষ কেজি আট কোটি টাকা মূল্যের ওয়েস্টেজ (এনটিএলকেসি) পেপার পুড়ে ছাই হয়।
ঘটনার খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ৪ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ইউনুছ পেপার মিলের পরিচালক কামরুল ইসলাম জানান, মিলে মজুদকৃত বিশ লক্ষ কেজি (এনটিএলকেসি) পেপার পুড়ে ভস্মীভূত হয়। তবে স্থাপনা কোনো রকম ক্ষয় ক্ষতি হয়নি। আগুনে ৮ কোটি টাকা ক্ষতি সাধন হয়েছে।
ঘটনায় কাঞ্চন ফায়ার সার্ভিসের লিডার এটিএম আবুল বাশার জানান, আগুন দ্রæত ছড়িয়ে পড়ে। চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা নেই।