Can't found in the image content. ব্যবসায়ীর ০৮ লাখ টাকার ভুট্টা নিয়ে ট্রাক সহ ড্রাইভার উধাও | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ব্যবসায়ীর ০৮ লাখ টাকার ভুট্টা নিয়ে ট্রাক সহ ড্রাইভার উধাও

জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ২৩, ২০২২

ব্যবসায়ীর ০৮ লাখ টাকার ভুট্টা নিয়ে ট্রাক সহ ড্রাইভার উধাও
ঠাকুরগাঁও থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্য ০৮ লাখ টাকার ভুট্টা নিয়ে উধাও হয়েছেন এক ট্রাক ড্রাইভার। গত ১৯ সেপ্টেম্বর রওনা দিলেও এখনো গন্তব্যে পৌছায়নি ট্রাকটি। আর কোন সন্ধ্যান পাওয়া যাচ্ছেনা সেই ট্রাক ড্রাইভারের। 

এ ঘটনায় ব্যবসায়ী বদরুল আলম গতকাল ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন৷ 

ব্যবসায়ী বদরুল আলম বলেন,আমার চাচা ইউসুফ আলীসহ আমরা ঠাকুরগাঁওয়ে আসি। আমাদের ক্রয়কৃত ২০২৭৫ কেজি ভুট্টা নিয়ে যাওয়ার জন্য জেলা ট্র্যাক, ট্র্যাংকলরী,কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নে আমরা আবেদন করি। সেই প্রেক্ষিতে শ্রমিক ইউনিয়নের সোলেমান আলী নামে একজন আমাদের একটি ট্রাক বন্দোবস্ত করে দেন৷ ভুট্টা গুলো ঠাকুরগাঁও চৌধুরীহাট থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আমান ফিড মিলের পৌছে দেওয়ার জন্য  ট্রাকটি ঠিক করা হয়৷ রওনা হওয়ার কয়েকঘন্টা পর থেকে ড্রাইভার শরিফুল ইসলামের সাথে আর যোগাযোগ করা যায়নি। তার মোবাইল নাম্বার তখন থেকে বন্ধ রয়েছে। আমার ভুট্টা গুলোর আনুমানিক দাম হবে প্রায় ০৮ লাখ টাকা৷ আমার মনে হয় এখানে অনেকজনের যোগসাজশ রয়েছে।  এজন্য আমি সদর থানায় একটি অভিযোগ দিয়েছে৷ আমি আমার ভুট্টা ফেরত চাই৷ 

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সোলেমান আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হলে,অপরদিকে গাড়ি আটকিয়ে প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ করে রাখেন শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা। 

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন  বলেন, ব্যবসায়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সেই প্রেক্ষিতে আমরা জেলা ট্রাক,ট্যাংকলরী ও শ্রমিক ইউনিয়নে নেতাদের সাথে কথা বলেছি। তারা এক সপ্তাহ সময় নিয়েছেন। যথাসময়ে ব্যবসায়ী তার ভুট্টা ফিরে না পেলে মামলা নেওয়া হবে৷