Can't found in the image content. যশোরে যুবককে পিটিয়ে হত্যা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, ফেব্রুয়ারী ২৮, ২০২৫ | ১৪ ফাল্গুন ১৪৩১

EN

যশোরে যুবককে পিটিয়ে হত্যা

জয়নাল আবেদীন, বেনাপোল প্রতিনিধি | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ২৩, ২০২২

যশোরে যুবককে পিটিয়ে হত্যা
যশোরে আলমগীর হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার দুপুরে সদর উপজেলার চুড়ামনকাটি গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।যশোর জেনারেল হাসপাতালে আনার পর বেলা ৪টারদিকে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার দুপুরের দিকে দুর্বৃত্তরা আলমগীর হোসেনকে চুড়ামনকাটি এলাকার কাজির পুকুরে নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক মারপিট করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আলমগীরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য আলমগীরের মরদেহ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। ঘটনায় জড়িতদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ। 

এ ঘটনায় যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন মারা গেছে, পিটিয়ে মারা হয়েছে এজাহার দিলে মামলা হবে। আসামী আটকে পুলিশ অভিযানে আছে।