Can't found in the image content. বাংলাদেশ মাতবে বিউটি সার্কাসে | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বাংলাদেশ মাতবে বিউটি সার্কাসে

বিনোদন ডেস্ক | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ২৩, ২০২২

বাংলাদেশ মাতবে বিউটি সার্কাসে
শুক্রবার ১৯টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ও প্রতীক্ষিত মাহমুদ দিদার নির্মিত চলচ্চিত্র বিউটি সার্কাস। 

রাজধানীর স্টার সিনেপ্লেক্স- বসুন্ধরা সিটি, স্টার সিনেপ্লেক্স- এসকেএস টাওয়ার, মহাখালী, স্টার সিনেপ্লেক্স বিজয় স্মরণী, স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার, মিরপুর, ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্ক, লায়ন সিনেমাস কদমতলী (কেরানীগঞ্জ), গ্রান্ড সিলেট সিনেপ্লেক্স সিলেট, সিলভার স্ক্রিন, চট্টগ্রাম, মম ইন, বগুড়া, পূরবী, ময়মনসিংহ, বিজিবি, সিলেট, তাজ সিনেমা, নওগাঁ, সংগীত সিনেমা, খুলনা, মর্ডান সিনেমা, দিনাজপুর, পান্না সিনেমা, মুক্তারপুর, রাজ সিনেমা, কুলিয়ারচর, মাধবী সিনেমা,  মধুপুর, আনন্দ সিনেপ্লেক্স, গুরু দাসপুর, রাজিয়া সিনেমা, নাগরপুর চলবে এ সিনেমাটি।

পাঁচ বছরের নির্মাণযাত্রা শেষে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন  জয়া আহসান, ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, গাজী  নির্মাতা বলেন, বিউটি সার্কাস ভরপুর বিনোদন ও প্রতিশোধের এক গল্প। 

সার্কাসকে কেন্দ্র করে এক সাহসী নারীর লড়াই। আমরা মনে করি এ চলচ্চিত্রটি পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো একটি ছবি। এক মুহূর্তও পর্দা থেকে চোখ ফেরাতে পারবেন না দর্শক। বাংলাদেশ মাতুক বিউটি সার্কাসে।

প্রায় দুই শতাধিক নির্মাণসঙ্গী নিয়ে দুই হাজার গ্রামবাসীর উপস্থিতিতে নওগাঁর সাঁপাহার গ্রামে চিত্রায়িত হয় দেশের সার্কাস শিল্প ঘিরে নির্মিত প্রথম চলচ্চিত্র ‘বিউটি সার্কাস'।