Can't found in the image content. কাঠালিয়ায় যারা প্রাথমিক শিক্ষা পদক পেলেন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

কাঠালিয়ায় যারা প্রাথমিক শিক্ষা পদক পেলেন

বিশেষ প্রতিবেদক | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ২৩, ২০২২

কাঠালিয়ায় যারা প্রাথমিক শিক্ষা পদক পেলেন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২২ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ প্রাথমিক শিক্ষা পদক-২০২২ ঘোষনা করে। এর আগে বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর যাছাই-বাছাই অনুষ্ঠিত হয়।

যাছাই-বাছাই শেষে  উপজেলার শ্রেষ্ট সহকারি শিক্ষা অফিসারনির্বাচিত হন কিং ফয়সাল, শ্রেষ্ট এসএমসি'র সভাপতি নির্বাচিত হন ৪৫নং বড় কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা খাইরুল আমিন ছগির, শ্রেষ্ট বিদ্যুৎসাহী সমাজকর্মী নির্বাচিত হন ৯নং চেঁচরী রামপুর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মনির খান ও শ্রেষ্ট অফিস সহকারি নির্বাচিত হন উপজেলা শিক্ষা অফিসের কর্মচারী মো. মাসুদ হোসেন।এছাড়া উপজেলার ১৩২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত হয় ৪৪নং কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,শ্রেষ্ট প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হন ৬৯নং পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনউদ্দিন নিউটন, শ্রেষ্ট প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হন ৫১নং কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস,শ্রেষ্ট সহকারি শিক্ষক (পুরুষ) নির্বাচিত হন ৪নং পূর্ব চেঁচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অমর চন্দ্র মন্ডল, শ্রেষ্ট সহকারি শিক্ষক (মহিলা) নির্বাচিত হন ২৫নং আমুয়া বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাহিদা আক্তার, শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হন ৩০নং বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. কবির হোসেন।