Can't found in the image content. চাঁদপুরে ১৬শ লিটার চোরাই ডিজেল জব্দ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ |

EN

চাঁদপুরে ১৬শ লিটার চোরাই ডিজেল জব্দ

জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ২৩, ২০২২

চাঁদপুরে ১৬শ লিটার চোরাই ডিজেল জব্দ
চাঁদপুরে ১ হাজার ৬শ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার  সকালে মতলব উত্তর উপজেলার দশআনি লঞ্চঘাট এলাকার একটি গোডাউন থেকে এসব তেল জব্দ করে কোস্টগার্ড। 

দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদরে ভিত্তিতে বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর মতলব উত্তর উপজেলার দশআনি লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি গোডাউন থেকে আনুমানিক ১ হাজার ৬শ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহর উপস্থিতিতে জব্দকৃত চোরাই ডিজেল মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।