Can't found in the image content. ঝিনাইদহে ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ নারী আটক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪ |

EN

ঝিনাইদহে ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ নারী আটক

জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ২৩, ২০২২

ঝিনাইদহে ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ নারী আটক
ঝিনাইদহে যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ মুক্তা খাতুন নামের এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা সদরের কালাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নারী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকার মিজানের স্ত্রী।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের টিম সদর উপজেলার ঝিনাইদহ-মাগুরা সড়কের কালাবাজারে চেকপোস্ট বসায়। সেসময় ঝিনাইদহ থেকে বরিশালগামী যাত্রীবাহী চাকলাদার পরিবহণ তল্লাশী করে। এ সময় ওই নারীর ভ্যানেটি ব্যাগ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। পরে তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়। কালীগঞ্জ থেকে স্বর্ণের এ চালান ঢাকাতে নেওয়া হচ্ছিল বলে জানায় পুলিশ।