Can't found in the image content. ১২দফা দাবিতে ফুলবাড়ীতে জাতীয় কৃষক সমিতির স্মারকলিপি প্রদান | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

১২দফা দাবিতে ফুলবাড়ীতে জাতীয় কৃষক সমিতির স্মারকলিপি প্রদান

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২২, ২০২২

১২দফা দাবিতে ফুলবাড়ীতে জাতীয় কৃষক সমিতির স্মারকলিপি প্রদান
দিনাজপুরের ফুলবাড়ীতে  ১২ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজলা নির্বাহী কর্মকর্তার মাধ্যম প্রধানমন্ত্রী বরাবর প্রদান করেছেন উপজলা শাখা জাতীয় কৃষক সমিতি’র নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার দুপুরে ১২ দফা দাবি সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাে. রিয়াজ উদ্দিনের হাতে হস্তান্তর করেন জাতীয় কৃষক সমিতি উপজেলা শাখার সভাপতি মােশাররফ হােসেন বাবু ও সাধারণ সম্পাদক মােজাম্মেল হক।

স্মারকলিপিতে সার,বীজ,কিটনাশক,তেল সহ নিত্য প্রয়োজনিয় দ্রব্য মুল্যের দাম কমানোর দাবী জানানো হয়েছে। এবং সেইসাথে কৃষকদের বিভিন্ন হয়রানী ও সমস্যার কথা উল্লেখ করা হয়েছে।

এ সময় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিকদার সহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।