ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত ১

জেলা প্রতিনিধি | আপডেট: রবিবার, সেপ্টেম্বর ২৬, ২০২১

মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত ১

সুনামগঞ্জ ছাতকের ভাতগাও ইউনিয়নের জহিরপুর গ্রামে ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। শনিবার রাতে সংঘর্ষ ঘটে।

 

নিহত খসরু মিয়া (৪০) জহিরপুর গ্রামের আলতাব আলীর ছেলে।

 

পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ভাতগাও ইউনিয়নের জহিরপুর গ্রামের মজু মিয়া খসরু মিয়া আপন চাচাতো ভাই। বাড়ির পাশেই ডোবার দখল মাছ ধরা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। শনিবার রাতে মাছ ধরাকে কেন্দ্র করে তাদের দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

 

সময় খসরু মিয়াসহ ১৩ জন আহত হলে তাদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। রবিবার ভোরে খসরু মিয়া (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

ছাতক থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নাজিম উদ্দীন জানান, মাছ ধরা নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে ঘটনা ঘটে। ঘটনায় জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।