ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

মহানবী (সা.)-কে কটুক্তিকারী ফয়জুলের আদালতে আত্মসমর্পণ

আটোয়ারী, পঞ্চগড় প্রতিনিধি | আপডেট: বুধবার, সেপ্টেম্বর ২১, ২০২২

মহানবী (সা.)-কে কটুক্তিকারী ফয়জুলের আদালতে আত্মসমর্পণ
পঞ্চগড়ের আটোয়ারীতে মহানবী (সাঃ) এবং পবিত্র কোরআন শরিফ নিয়ে কটুক্তি ও অবমাননাকারী ফয়জুল হক (৪৫) পুলিশের সারাশি অভিযানে পঞ্চগড় বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করেছেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে ফয়জুল পঞ্চগড়ে বিজ্ঞ আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন।  সে উপজেলার তোড়িয়া ইউনিয়নের দারখোর ডুংডুংগী গ্রামের মৃত জিয়ার উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় এলাকার চিহ্নিত ফেনসিডিল ব্যবসায়ী ফয়জুল হক বেশ কিছুদিন হতে হাট বাজারসহ জনসমাগমস্থলে আল্লাহ তায়ালা ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অস্বীকার, তাঁদের সম্পর্কে নানান কটুক্তি সহ পবিত্র কোরআন শরীফকে অবমাননাকর কথা বলে আসছিল।

ওই অবস্থায় শনিবার সন্ধ্যায় ডুংডুংগী বাজারে প্রকাশ্য এরূপ কথাবার্তা বলতে থাকলে দাড়খোর গ্রামের মৃত মতিবদ্দীনের ছেলে শামসুল হক, মৃত কমিজ উদ্দীনের ছেলে মোঃ সাদ্দাম ও মসলিম উদ্দীনের ছেলে মোঃ হাসান আলী (৩০) সহ বাজারে উপস্থিত ধর্মপ্রাণ মুসুল্লিগণ এর প্রতিবাদ জানায় এবং মানব জালে ঘিরে রেখে ৯৯৯-এ ফোন দেয়া হয়।

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার পূর্বেই মানব জালকে উপেক্ষা করে পালিয়ে যায় ফয়জুল। পরে তার নামে আটোয়ারী থানায় একটি মামলা রুজু করা হয়। পরবর্তীতে গত বেশ কয়েক দিন পুলিশ তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে সারাশি অভিযান চালায়। ফয়জুল একেক সময় ভিন্ন ভিন্ন স্থান পরিবর্তন করায় তাকে গ্রেফতারে কিছুটা বেগ পেতে হয় পুলিশকে। অবশেষে আটোয়ারী থানা পুলিশের সারাশি অভিযানের প্রেক্ষিতে বাধ্য হয়ে ফয়জুল হক পঞ্চগড় বিজ্ঞ আদালতে গিয়ে আত্মসমর্পণ করে। পরে বিজ্ঞ আদালত ফয়জুলকে জেল হাজতে প্রেরণ করেন।