ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪ |

EN

পাবনায় বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, সেপ্টেম্বর ২১, ২০২২

পাবনায় বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

ফাইল ছবি

পাবনায় দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চলতি মাসে ৬৯ জন ডেঙ্গু রোগী পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

পাবনা জেনারেল হাসপাতাল সুত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় আরো ৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের বেশির ভাগ রোগীই পাকশী রুপপুর পারমানবিক বিদ্যুত প্রকল্পের কর্মচারী। এছাড়া চাটমোহর সাঁথিয়া ও আটঘরিয়া অঞ্চলের কিছু ডেঙ্গু আক্রান্ত রোগী আছেন।

রুপপুর পারমানবিক প্রকল্পের যেখানে এরা কাজ করেন সেখানে এত পরিমান মশা যে দিনের বেলায় তারা বসে থাকলেও কামড় দিয়ে অসুস্থ করে দেয়।

কয়েকদিন হলো বেশ ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। তারা সাধ্যমত চেষ্টা ও চিকিৎসা দিয়ে সুস্থ করছেন। এদের বেশির ভাগই রুপপুর পারমানবিক প্রকল্পের কর্মচারী।