রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতাদের সামনেই সামনের সারিতে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপের কয়েকজন কর্মী আহত হন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী নগরীর কোর্ট ঢালান এলাকায় অবস্থিত একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নূসরাত ইলাহি রিজভীর সভাপতিত্বে কর্মী সমাবেশ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে ওই সেন্টারের অভ্যন্তরে দলীয় নেতাকর্মীরা প্রবেশ করা শুরু করে। এ সময় স্বেচ্ছাসেবক দলের জুনিয়র গ্রুপ সামনের সারির চেয়ারে বসার জন্য হুড়োহুড়ি শুরু করেন। এতে সিনিয়র গ্রুপ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও মারামারি শুরু হয়। এ সময় উভয় পক্ষের কয়েকজন কর্মী আহত হয়েছেন।
এদিকে কমিউনিটি সেন্টারের মধ্যের পরিস্থিতি শান্ত হলেও বাইরে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। পরে পুলিশ ও দলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, আজ মঙ্গলবার বিকেলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে প্রথমে হাতাহাতি ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে পুলিশ আগে থেকেই উপস্থিত ছিল।